ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়া ২০২৫
ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়া ২০২৫
আপনি কি ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে
পাঠক আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের কনটেন্টে আমি ঢাকা টু দিনাজপুর রেল
পথে চলাচল করা ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা
করব।
অন্যতম ব্যস্ততার শহর ঢাকা থেকে প্রত্যেক দিন অসংখ্য ছাত্র,ডেইলি
প্যাসেঞ্জার,ছাত্র, রোগীসহ বিভিন্ন মানুষ দিনাজপুরে যে থাকেন। অন্যান্য সকল
পরিবহনের তুলনায় রেলে যাত্রা করাটা অনেক বেশি সাশ্রয়ী এবং রিলাক্সিং।
পেজ সূচিপত্রঃ
-
ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের লিস্ট ২০২৫
-
ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ২০২৫
-
এই রুটে ট্রেনের ভাড়া ২০২৫
-
আসন বিন্যাস ও টিকিটের মূল্য
-
ঢাকা থেকে দিনাজপুর রেলপথে দূরত্ব
-
যাত্রা বিরতির স্থান সমূহ
-
অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকেট কালেক্ট করবেন
-
সাপ্তাহিক ছুটির দিন সমূহ
-
প্রয়োজনীয় কিছু সতর্কতা
- ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী-শেষ কথা
ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের লিস্ট ২০২৫
ঢাকা থেকে দিনাজপুরের রেলপথে প্রত্যেক দিন তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে
থাকে। এগুলোর নাম নিম্নরূপ-
একতা এক্সপ্রেস ৭০৫ঃ উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশ্নের মাধ্যমে চলাচল করে থাকে।এটি বাংলাদেশের বিলাসবহুল ট্রেনগুলোর অন্যতম।এই ট্রেনে মোট ১৫ টি বগি আছে।নূন্যতম ১২৩০ জন থেকে ১২৫৪ জন যাত্রী এটি বহন করতে পারে।ট্রেনেটির ভ্রমণ দূরত্ব (৩২৭ মাইল) ।যাত্রা পথের গড় সময় ১০ ঘন্টা ৫০ মিনিট।ওভারহেড রেক,মালপত্রের সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা রয়েছে।এসি স্লিপার ,চেয়ার ও শোভন চেয়ার বিদ্যমান।
দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭ঃট্রেনটির ভ্রমণ দূরত্ব ৩১৬ মাইল।দৈনিক পরিষেবা দিয়ে থাকে।এসি, নন-এসি, শোভন এই তিন ধরনের আস্ন বিন্যাস আছে।১৯৮৮ সালে প্রথম পরিষেবা চালু করে।দ্রুত ও বিলাসবহুল রেলওয়ে ট্রেন গুলির মধ্যে অন্যতম।এতে মোট ১৫ টি বগি রয়েছে।ট্র্যাক গেজ হচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চি।ট্রেন টির পরিচালন গতি ঘন্টায় ১০০ কিলোমিটার।
পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ঃপ্রথম পরিষেবা দেয় ২০১৯ সালে।যাত্রা পথের গড় সময় ১০ ঘণ্টা ৪৫ মিনিট।এসি কেবিন,শোভন চেয়ার ও এসি চেয়ার এই তিন ধরনের আসন রয়েছে।পঞ্চগড় টু ঢাকা রুটে এটি প্রত্যেকদিন চলাচল করে থাকে।৫২৬ কিলোমিটার হচ্ছে ট্রেনটির ভ্রমন দূরত্ব।পার আওয়ার ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি ছুটে চলে।
ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ২০২৫
রেল পথে চলাচলের ক্ষেত্রে ট্রেনের সময়সূচি জানা অত্যন্ত জরুরী। সঠিকভাবে
সময়সূচী জানলে ট্রেন মিস হবার প্রবলেম অনেক অংশেই সলভ হয়ে যায়। নিচে
এক নজরে ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী জেনে নিন।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | পৌছানোর সময় | যাত্রা পথের গড় সময় |
---|---|---|---|---|
০১ | একতা এক্সপ্রেস ৭০৫ | সকাল ১০.১০ | সন্ধ্যা৭.০০ টা | ৮ ঘন্টা ৫০ মিনিট |
০২ | দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭ | রাত ৮.০০ টা | ভোর ৪.০০ টা | ৮ ঘন্টা (আনুমানিক) |
০৩ | পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ | রাত ১০.৪৫ মিনিট | সকাল০৬ টা ৩২ মিনিট | ৮ ঘন্টা (আনুমানিক) |
এই রুটে ট্রেনের ভাড়া ২০২৫
ট্রেনের ভাড়া মূলত ট্রেনের আসনের ধরন যেমন শোভন চেয়ার এসি চেয়ার এসি
কেবিন এই ভিন্নতা অনুসারে বিভিন্ন হয়ে থাকে।শোভন চেয়ার এর ভাড়া শুরু হয় ৬৩০
টাকা থেকে।এসি কেবিনের ভাড়া ২১০০ টাকা থেকে শুরু হয়।এছাড়া অনলাইনে টিকিট কেটে
থাকলে ভ্যাট সহ আরো ২০ টাকা সারভিস চারজ নিয়ে থাকে।সবচেয়ে ভালো হয় রেলওয়ে
ওয়েবসাইট বা আপনার পরিচিত কোন এজেন্টের কাছ থেকে জেনে নেওয়া।
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের
হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪
বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে
বুক করতে হবে।
আসন বিন্যাস ও টিকিটের মূল্য
একতা এক্সপ্রেস (৭০৫) আন্তঃনগর ট্রেনটি প্রত্যেকদিন সকাল দশটা দশ মিনিটে যাত্রা
শুরু করে দিনাজপুরে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে পৌঁছায়। ট্রেনে টিকিটের মূল্য
এর আসন বিন্যাস, চেয়ারের ধরন বয়স বিভিন্ন কিছুর উপর নির্ভর করে থাকে নিচে একতা
এক্সপ্রেস ট্রেনটির আসন বিন্যাস ও টিকিটের মূল্য তালিকা দিলাম ।বিশেষ দ্রষ্টব্য
টিকিটের মূল্য যে কোন সময় পরিবর্তিত হতে পারে। কারণ এটি রেল কর্তৃপক্ষের উপর
নির্ভর করে।
আসন বিন্যাস | টিকিট মূল্য |
---|---|
AC-S | প্রাপ্তবয়স্ক ৯৩০ টাকা |
স্নিগ্ধা | প্রাপ্তবয়স্ক ৭৭৫ টাকা |
S-চেয়ার | প্রাপ্তবয়স্ক ৪৬৫ টাকা |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) ট্রেনটি সপ্তাহের ৭ দিনে ঢাকা টু দিনাজপুর রুটে চলাচল
করে থাকে। এটির যাত্রা শুরু হয় রাত আটটায় এবং আনুমানিক ভোর চারটার দিকে এটি
দিনাজপুর স্টেশনে পৌঁছায়। নিচে আমি এর আসন বিন্যাস এবং এই অনুযায়ী টিকিটের
মূল্য আপনাদের নিকট তুলে ধরলাম। এই ট্রেনটির আসন বিন্যাস তিনটা শ্রেণীতে বিভক্ত
এগুলো যথাক্রমে এসি বার্থ, স্নিগ্ধা এবং এর চেয়ার।
আসন বিন্যাস | টিকিট মূল্য |
---|---|
AC-বার্থ | প্রাপ্তবয়স্ক ১৩৯০ টাকা |
স্নিগ্ধা | প্রাপ্তবয়স্ক ৭৭৫ টাকা |
S-চেয়ার | প্রাপ্তবয়স্ক ৪৬৫ টাকা |
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) আন্তঃনগর ট্রেনটি প্রত্যেকদিন ঢাকা কমলাপুর রেলওয়ে
স্টেশন থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে
থাকে।এটির যাত্রাপথের গড় সময় ৭ ঘন্টা ৪৭ মিনিট। এই ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি
নেই ।এরপর হার সপ্তাহে ছয় দিন। এই ট্রেনটিতেও আসন বিন্যাস তিন ধরনের এগুলো
যথাক্রমে এসি বার্থ ,স্নিগ্ধা এবং এস চেয়ার। নিচে আমি ট্রেনটির আসন বিন্যাস এবং
টিকিটের মূল্য আপনাদের সামনে তুলে ধরলাম ছক আকারে।
আসন বিন্যাস | টিকিট মূল্য |
---|---|
AC-বার্থ | প্রাপ্তবয়স্ক ১৩৯০ টাকা |
স্নিগ্ধা | প্রাপ্তবয়স্ক ৭৭৫ টাকা |
S-চেয়ার | প্রাপ্তবয়স্ক ৪৬৫টাকা |
ঢাকা থেকে দিনাজপুর রেলপথে দূরত্ব
ঢাকা থেকে দিনাজপুর রেলপথের আনুমানিক দূরত্ব ৩২৯.৮ কিলোমিটার। গুগল ম্যাপ
অনুসারে ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ২৪০ কিলোমিটার।
যাত্রা বিরতির স্থান সমূহ
আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেন টি মোট ১৮ টি রেলওয়ে স্টেশনে যাত্রা
বিরতি দিয়ে থাকে। যাত্রা বিরতির কম বেশি হওয়ার কারনে ট্রেন নির্দিষ্ট
গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে। যাদের মোশন সিকনেস এবং অত্যাধিক চাপ নিতে
যাত্রা পথে কষ্ট হয় তাদের জন্য যাত্রা বিরতি খুবই দরকারি। বিশেষ করে বয়স্ক এবং
রোগীদের জন্য। নিচে আমি যাত্রা বিরতির স্থানসমূহ তুলে ধরলাম যাতে আপনাদের সুবিধা
হয়।
- ঢাকা 10.10am
- বিমানবন্দর 10.37am
- জয়দেবপুর11.05am
- টাঙ্গাইল12.05pm
- ব .ব .সেতু12.27pm
- এসএইচএম মনসুর আলী 01.04pm
- উল্লাপাড়া 01.23pm
- ঈশ্বরদী 02.20pm
- নাটোর 03.10pm
- সান্তাহার 04.00pm
- আক্কেলপুর 04.25pm
- জয়পুরহাট 04.53pm
- পাঁচবিবি 05.06pm
- বিরামপুর 05.36pm
- ফুলবাড়ি 05.50pm
- পার্বতীপুর 06.15pm
- চিড়ির বন্দর 06.40pm
- দিনাজপুর 07.00pm
আন্তঃনগর দ্রুতযান ৭৫৭ এক্সপ্রেস ট্রেনটি রাত ১০ঃ৪৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে
যাত্রা শুরু করে ভোর ছয়টা ৩২ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন এ পৌঁছায়।
ট্রেনটি যাত্রা পথে মোট ১৮টি জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে নিচে আমি
আপনাদের সুবিধার্থে যাত্রা বিরতির জায়গাগুলো তুলে ধরলাম।
- ঢাকা 8.00 pm
- বিমানবন্দর 8.27pm
- জয়দেবপুর 9.00pm
- টাঙ্গাইল10.00pm
- ব .ব .সেতু 10.22pm
- জামটাইল 11.03pm
- চাটমোহর11.42pm
- নাটোর 03.10pm
- আহসানগঞ্জ 12.52am
- সান্তাহার 01.15am
- আক্কেলপুর01.40am
- জয়পুরহাট01.56am
- পাঁচবিবি 02.10am
- বিরামপুর 02.22am
- ফুলবাড়ি 02.47am
- পার্বতীপুর 03.15am
- চিড়ির বন্দর03.40am
- দিনাজপুর 04.00am
পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ ট্রেনটির রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর স্টেশন
থেকে যাত্রা শুরু করে সকাল ছয়টা ৩২ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌছায়।
যাত্রাপথে মোট সাতটি জায়গায় এটি যাত্রা বিরতি দিয়ে থাকে আপনাদের
সুবিধার্থে আমি নিচে যাত্রা বিরতির স্থানগুলো তুলে ধরলাম।
- ঢাকা 10.45pm
- বিমানবন্দর 11.12pm
- নাটোর 03.08am
- সান্তাহার 04.10am
- জয়পুরহাট 04.47am
- পার্বতীপুর 02.50am
- দিনাজপুর 06.32am
অন্য দুটি এক্সপ্রেস ট্রেনের তুলনায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কম
যাত্রা বিরতি দিয়ে থাকে।
অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকেট কালেক্ট করবেন
আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে
বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট
কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
- প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
- এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
- I am not robot অপশনটি ভেরিফাই করুন
- আপনি Create my own password এর মাধ্যমে আপনার password সেট করবেন
- এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
- POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
- এরপর আপনার ADDRESS টি পূরন করুন
- এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
- আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
- My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
- আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে
আপনি ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড
বা QR Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে
আপনি বিভিন্ন সময় ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা
নেই।
আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস
ও গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট
কনফারম করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া
বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে
রেজিস্টেশন করতে পারেন।
সাপ্তাহিক ছুটির দিন সমূহ
বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপ্রেস ট্রেনগুলো পরিষেবা দেয়ার ক্ষেত্রে সপ্তাহে নূনতম
একদিন হলেও সাপ্তাহিক ছুটি দিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনি
ট্রেনে চলাচল করতে পারবেন না। সপ্তাহে ছুটির দিন থেকে থাকলে ওই দিনে আপনি টিকিট
বুক করবেন না। এই ছুটির দিনগুলো রাখার কারণ বেশ কিছু হতে পারে।
ট্রেনের যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং আরো উন্নত সার্ভিস দেওয়ার জন্য
সাপ্তাহিক ছুটি বা পরিষেবার দিন একদিন বন্ধ রাখা উচিত। আমি উপরে যেই তিনটি
এক্সপ্রেস ট্রেনের বর্ণনা আপনাদেরকে দিয়েছি এই ট্রেন তিনটি সাপ্তাহিক কোন
ছুটির দিন নাই ,সপ্তাহের সাত দিনই এই ট্রেন তিনটি পরিষেবা দিয়ে থাকে। তাই আপনি
চাইলে অনলাইন বা অফলাইন এ যেকোন দিনে টিকিট কাটতে পারেন।
প্রয়োজনীয় কিছু সতর্কতা
রেল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই বেশ কিছু ব্যাপারে সজাগ দৃষ্টি
রাখবেন এতে করে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনি অনেক অংশেই সেফ থাকতে
পারবেন। আপনার প্রয়োজনীয় এবং দামী সামগ্রী যেমন ল্যাপটপ, স্মার্টফোন
,মানিব্যাগ আপনার নিজ দায়িত্বে রাখুন। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোন
কিছু গ্রহণ করবেন না বা কথা বলবেন না।
রেলপথে কোন রকম ঝামেলা হতে পারে এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই আপনি
চেইন টানবেন। কিন্তু বিনা প্রয়োজনে আপনি যদি চেইন টেনে থাকেন তাহলে
অবশ্যই আপনার জরিমানা হয়ে যাবে। ট্রেনে বৈধভাবে টিকিট কেটে নিজের সিটে বসবেন
এবং অন্য যাত্রীদের প্রতি সম্মান মূল্যবান আচরণ করবেন।
ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী-শেষ কথা
আশা করি উপরোক্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের
সময়সূচী টিকিট ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে অবগত করতে পেরেছি।
রেলপথে যাত্রা অনেক বেশি সুন্দর এবং সাশ্রয়ী। আপনাদের সকল যাত্রীদের যাত্রা
সুন্দর হোক এই আমার কামনা। কনটেন্টি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে
দিন যাতে আরো মানুষ উপকৃত হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ. ভবিষ্যতে আরো এরকম ইনফরমেটিভ তথ্য পেতে মুনিরাইনফো এর সাথে
থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url