চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

 চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনি কি চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন যাত্রার ভাড়া ও সময়সূচী জানতে গুগুলে সার্চ করেছেন?তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন।আজকের কন্টেন্টে আমি বিস্তারিতভাবে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ,ভাড়া ও আনুসাঙ্গীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।

অন্য সকল যানবাহনের চেয়ে ট্রেন জারনি অনেক বেশি আরামদায়ক ও রিল্যাক্সিং।যাদের কালো ধোঁয়া ও মোশান সিকনেস এর সমস্যা রয়েছে তাদের জন্য ট্রেনে যাতায়াত করা বেস্ট।

পেজ সূচিপত্রঃ 

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের লিস্ট ২০২৫

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে প্রত্যেকদিন চার টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যাওয়া আসা করে।নিম্নে এদের নাম উল্লেখ করা হলো-
  • কক্সবাজার আন্তঃনগর এক্সপ্রেস
  • পর্যটক আন্তঃনগর এক্সপ্রেস
  • সৈকত আন্তঃনগর এক্সপ্রেস
  • প্রবাল আন্তঃনগর এক্সপ্রেস 
এছাড়াও ঈদ স্পেশাল নামক আরেকটি এক্সপ্রেস ট্রেন এই রুটে যাতায়াত করে।শিশু থেকে বয়স্ক সকলের জন্য ট্রেন এ চলাচল এর জন্য ভাড়া নিদ্দিষ্ট করা রয়েছে।কক্সবাজার আমাদের দেশের অন্যতম পরযটন কেন্দ্র ।তাই ,প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জার ব্যাতিত অনেক ভ্রমন পিপাসু মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন।এটি অন্যান্য পরিবহনের চাইতে সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে পরিবেশবান্ধব।

চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫

এটি রেল যোগাযোগ ব্যাবস্থার অন্যতম ব্যাস্ততম একটি রুট।প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত সেবা নিয়ে থাকেন।নিচে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলির সময়সূচীর একটি তালিকা দেওয়া হলো- 
ক্রমিক নম্বর ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌছানোর সময় সাপ্তাহিক ছুটির দিন
০১ প্রবাল এক্সপ্রেস (৮২২) সকাল ১০.২০মিনিট দুপুর ২.১০ মিনিট সোমবার
০২ কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) বেলা১২.৩০ মিনিট দুপুর ৩.৪০ মিনিট মঙ্গলবার
০৩ পর্যটক এক্সপ্রেস (৮১৫) সন্ধ্যা ৭.৪৫ মিনিট রাত ১০.৪৫ মিনিট বুধবার
০৪ সৈকত এক্সপ্রেস (৮২৪) রাত ৮.০০ টা রাত ১১.৫০ মিনিট সোমবার

এই রুটের ট্রেনের ভাড়া ২০২৫

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের চারটি ট্রেনের বিভিন্ন আসন বিন্যাসের ভাড়া এক এক রকম।এক্ষেত্রে,এসি চেয়ার ও এসি বারথ এবং F chair ও F seatএর ভাড়া তুলোনামূলকভাবে বেশি। আর আপনি যদি অনলাইন থেকে টিকিট কালেক্ট করেন তাহলে অতিরিক্ত ২০ টাকা যোগ হবে টিকিটের টাকার সাথে।
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে। 

কক্সবাজার এক্সপ্রেস(৮১৩)সম্পর্কিত তথ্যাবলি

এই ট্রেনটির আনুষ্ঠানিক কোন যাত্রা বিরতি নেই।আপনি অনলাইনে যদি টিকিট কনফারম করেন তাহলে অতিরিক্ত ব্যাংক চারজ লাগবে।

আসন বিন্যাস ভাড়া
এসি সিট ৫৬৫ টাকা
স্নিগ্ধা ৪৭০ টাকা
শোভন চেয়ার ২৫০ টাকা

পর্যটক এক্সপ্রেস (৮১৫)সম্পর্কিত তথ্যাবলি

এটির যাত্রা পথে কোন আনুষ্ঠানিক বিরতি নাই।তাই আপনি যদি একেবারে যাত্রা বিরতি ছাড়া গন্তব্যে পৌছাতে চান তাবে,কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস হবে আপনার জন্য বেস্ট চয়েস।নিচে এর আসন বিন্যাস ও ভাড়ার একটি তালিকা দিলাম।

আসন বিন্যাস ভাড়া
স্নিগ্ধা ৪৭০ টাকা
শোভন চেয়ার ২৫০ টাকা
এসি বার্থ ৮৯৫ টাকা

সৈকত এক্সপ্রেস(৮২৪)সম্পর্কিত তথ্যাবলি

এটি যাত্রা পথে মোট ৮ টি জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে।রাত ৮.০০ টায় যাত্রা শুরু করে আনুমানিক ১১.১৫ মিনিটে কক্সবাজারে পৌছে।নিচে এর আসন বিন্যাস ও ভাড়ার একটি তালিকা দেওয়া হল।

আসন বিন্যাস ভাড়া
শোভন ১৮৫ টাকা
শোভন চেয়ার ২২৫ টাকা
F চেয়ার ৩৪০ টাকা
F সিট ৩৪০ টাকা

প্রবাল এক্সপ্রেস (৮২২)সম্পর্কিত তথ্যাবলি

প্রবাল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি যাত্রা পথে মোট ১২ টি জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে।যাত্রার সময়কাল গড়ে ৪ ঘন্টা।অনলাইনে টিকিট কিনেলে আপনার মোট টাকার সাথে আরো ২০ টাকা অতিরিক্ত যুক্ত হবে।নিচে এর আসন বিন্যাস ও ভাড়ার তালিকা দেওয়া হলো-
আসন বিন্যাস ভাড়া
শোভন ১৮৫ টাকা
শোভন চেয়ার ২২৫ টাকা
F চেয়ার ৩৪০ টাকা
F সিট ৩৪০ টাকা

ঈদ স্পেশাল ট্রেন সম্পর্কিত তথ্যাবলি

ঈদ উৎসব কে কেন্দ্র করে এই স্পেশাল ট্রেনগুলো রেল কর্তৃপক্ষ দ্বারা  পরিচালিত হয়।ঈদে ঘরমূখী যাত্রীদের জন্য এটি খুবই সুন্দর একটি উদ্দ্যোগ।বিগত ১০ মে,২০২৫ এ এই রুটে ১০ টি স্পেশাল ট্রেন চালানো ঈদ যাত্রীদের অতিরিক্ত সুবিধা দেবার জন্য।এর মধ্যে গবাদি পশু নিয়ে যাবার জন্যও ট্রেন সেবাদেওয়া হয়।

চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনসমূহ

সাপ্তাহিক কিছু ছুটির দিন রয়েছে এগুলো মাথায় রেখে আপনারা টিকিট কাটবেন।চট্টগ্রাম টু কক্সবাজার রুটের প্রত্যেক টি ট্রেনের সপ্তাহে একদিন বন্ধ রাখা হয়। এইদিন বিভিন্ন যন্ত্রিক ত্রুটি চেক করা হয়।যাতে করে ভবিষ্যতে কোন রকম অনাকাঙ্খিত দুর্ঘটনা হতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা যেতে পারে।নিচে এই ট্রেন এর সাপ্তাহিক ছুটির দিনগুলো উল্লেখ করা হলো-
ক্রমিক নম্বর ট্রেনের নাম সাপ্তাহিক বন্ধের দিন
০১ কক্সবাজার এক্সপ্রেস মঙ্গলবার
০২ পর্যটক এক্সপ্রেস বুধবার
০৩ সৈকত এক্সপ্রেস সোমবার
০৩ প্রবাল এক্সপ্রেস সোমবার

ঘরে বসে অনলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন

আজকাল ইন্টারনেট আর স্মার্ট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
  • প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
  • এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
  • I am not robot অপশনটি ভেরিফাই করুন
  • আপনি Create my own password এর মাধ্যমে আপনার  password সেট করবেন
  • এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
  • POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
  • এরপর আপনার ADDRESS টি পূরন করুন
  • এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
  • আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি  MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
  • My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
  • আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
যাত্রীরা যেকোনো নাম্বার থেকে ১৩১ নাম্বার ডায়াল করে কল দিয়ে যেকোন সময় রেল সংক্রান্ত বিভিন্ন সেবা ,তথ্য এবং হেল্প পেতে পারেন।নিচের পদ্ধতি ব্যাবহার করে Rail Sheba App থেকে টিকিট সংগ্রহ করুন।
  • প্লে স্টোরে Rail Sheba লিখে search করুন।
  • Sign Up অংশে ক্লিক করে আপনার নাম,ফোন নাম্বার,ই-মেইল এড্রেস এর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টেশন করুন।
  • রেজিস্টেশন কম্পলিট হলে ইমেইল এ ভেরিফিকেশন লিংক পাঠানো হবে।

শেষ কথা

আশা করছি উপরের আলোচনার মাধ্যমে সহজেই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট ভাড়া ও সাপ্তাহিক বন্ধের দিনগুলো সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন।কখন কখনও অনলাইনে টিকিটে বিশেষ অফার দিয়ে থাকে তখন টিকিট কাটলে মূল্য ছাড় পেতে পারেন।আমার কন্টেন্ট টি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার দিবেন,এতে করে আরোও অনেকে উপকৃত হবেন।এতক্ষন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভবিষ্যতে আরো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে মুনিরাইনফো এর থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url