রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকিট ২০২৫
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকিট ২০২৫
আপনি কি রাজশাহী টু ঢাকা ট্রেনে ভ্রমন করবেন ? এর সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানেতে
গুগুলে সার্চ করেছেন?তাহলে পাঠক আপনি সঠিক জায়গাতেই এসেছেন।২০২৫ সালে এই রুটের
ট্রেনের ভাড়া ,সময়সূচী নিয়ে আমি নিচে বিস্তারিত আলোচনা করছি আজকের এই কন্টেন্টে।
ট্রেন ভ্রমন অন্যান্য যাত্রার থেকে সুবিধাজনক ও মোশান সিকনেস কম হয়।গাড়ির ঝাঁকুনি
ও কালো ধোঁয়া থেকে এটি অনেক বেশি আরামদায়ক ও রিলেক্সিং।
পেজ সূচিপত্রঃ
- রাজশাহী টু ঢাকা ট্রেনের লিস্ট ২০২৫
- রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
- এই রুটের ট্রেনের ভাড়া ২০২৫
- আন্তঃনগর বনলতা এক্সপ্রেস (৭৯২) সম্পর্কিত তথ্যাবলি
- আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) সম্পর্কিত তথ্যাবলি
- মধুমতি এক্সপ্রেস (৭৫৫) সম্পর্কিত তথ্যাবলি
- পদ্মা এক্সপ্রেস (৭৬০) সম্পর্কিত তথ্যাবলি
- ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) সম্পর্কিত তথ্যাবলি
- ঢাকা টু রাজশাহী রুটের ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সমূহ
- কিভাবে ট্রেনের টিকিট কালেক্ট করবেন
- ঘরে বসে অনলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন
- শেষ কথা
রাজশাহী টু ঢাকা ট্রেনের লিস্ট ২০২৫
রাজশাহী থেকে ঢাকা অনেক দূরের পথ অতিক্রমের একটি ব্যাপার।সড়ক পথে আজকাল যে পরিমাণ
দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে রেলপথে যাত্রা করা অনেকটাই নিরাপদ তুলোনামূলক
ভাবে।রাজশাহী থেকে ঢাকা রুটে মোট ৫ টি ট্রেন নিয়মিত ভাবে যাতায়াত করে থাকে।নিচে
নামগুলো উল্লেখ করা হল-
- মধুমতি এক্সপ্রেস
- পদ্মা এক্সপ্রেস
- ধুমকেতু এক্সপ্রেস
- সিল্কসিটি এক্সপ্রেস
- বনলতা এক্সপ্রেস
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
বাংলাদেশ রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রুট রাজশাহী থেকে ঢাকা ।প্রত্যেক দিন এই
রুটে অসংখ্য যাত্রী যাতায়াত সেবা নিয়ে থাকেন।এর দূরত্ব ৩৪৩ কি.মি. এই রুটে মোট ৫
টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | টেন পৌছানোর সময় | সাপ্তাহিক ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | বনলতা এক্সপ্রেস (৭৯২) | সকাল ৭ঃ০০ টা | দুপুর ১১ঃ৩০ মিনিট | শুক্রবার |
০২ | সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | সকাল ৭ঃ৪০ মিনিট | দুপুর ১ঃ৩০ মিনিট | রবিবার |
০৩ | পদ্মা এক্সপ্রেস (৭৬০) | বিকাল ৪ঃ০০ | রাত ৯ঃ৪০ মিনিট | মঙ্গলবার |
০৪ | ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | রাত ১১ঃ২০ | ভোর ৪ঃ৪৫ মিনিট | বুধবার |
০৫ | মধুমতি এক্সপ্রেস (৭৫৬) | ভোর ৬ঃ০০ টা | দুপুর ২ঃ৪০ মিনিট | বৃহস্পতিবার |
এই রুটের ট্রেনের ভাড়া ২০২৫
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের
হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪
বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে
বুক করতে হবে।
আন্তঃনগর বনলতা এক্সপ্রেস (৭৯২) সম্পর্কিত তথ্যাবলি
বাংলাদেশ রেলওয়ের যতগুলো বিরতিহীন আন্তঃনগর ট্রেন রয়েছে বনলতা তাদের মধ্যে
অন্যতম।এর প্রারম্ভিক স্টেশন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এবং গন্তব্য কমলাপুর
রেলওয়ে স্টেশন।এটি যাত্রা পথে শুধুমাত্র বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাত্রা
বিরতি দিয়ে থাকে।রাজশাহী থেকে ট্রেন ছাড়ে সকাল ৭ টার সময়।কমলাপুরে পৌছায় বেলা
১১ঃ৩০ মিনিটের দিকে।মোট যাত্রাকালীন সময় সাড়ে চার ঘন্টা।এর সাপ্তাহিক বন্ধের দিন
শুক্রবার।এছাড়া বাকি দিনগুলো ট্রেন টি এভেলেবেল থাকে। এই ট্রেন টি তে মোট তিন
ধরনের আসন রয়েছে।নিচে এর আসন বিন্যাস ও বয়স অনুযায়ী ভাড়া তালিকা রয়েছে।
আসন বিন্যাস | ভাড়া (প্রাপ্ত বয়স্ক) | ভাড়া (শিশুদের জন্য) |
---|---|---|
শোভন চেয়ার | ৩৭৫ টাকা | ২৫০ টাকা |
স্নিগ্ধা | ৭২৫ টাকা | ৪৮৩ টাকা |
এসি সীট | ৮৬৫ টাকা | ৫৭৫ টাকা |
আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) সম্পর্কিত তথ্যাবলি
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) রাজশাহী থেকে ছাড়ে সকাল ৭ টা ৪০ মিনিট এ।ঢাকার
কমলাপুর স্টেশন এ পৌঁছায় দুপুর ১ টা ৩০ মিনিট সময়ে।রাজশাহী থেকে
ঢাকায় পৌঁছাতে মোট যাত্রাকালীন সময় প্রায় ৫ ঘন্টা ৫০ মিনিট।আর এর
সাপ্তাহিক বন্ধের দিন রবিবার।ট্রেনের কোন যান্ত্রিক ত্রুটি থাকলে যাত্রার সময়
একটু কম বেশি হতে পারে।এটি মোট ১২ টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে।এই
ট্রেনে মোট তিন ধরনের আসন রয়েছে ।নিম্নে বয়স অনুযায়ী ভাড়া নিয়ে তালিকা দেওয়া হল।
আসন বিন্যাস | ভাড়া (প্রাপ্ত বয়স্ক) | ভাড়া (শিশুদের জন্য) |
---|---|---|
শোভন চেয়ার | ৩৪০ টাকা | ২২৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ টাকা | ৪৩৭ টাকা |
এসি সীট | ৭৮২ টাকা | ৫১৮ টাকা |
মধুমতি এক্সপ্রেস (৭৫৫) সম্পর্কিত তথ্যাবলি
পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তঃনগর এক্সপ্রেস টেন এটি।যাত্রা পথে ২০ টি বিরতি স্থানে
থামে।রাজশাহী থেকে ভাঙ্গা ও পদ্মা সেতু পার হয়ে এই এক্সপ্রেস কমলাপুরে
পৌছায়।রাজশাহী থেকে ৬ টা ৪০ মিনিটে ট্রেন টি ছেড়ে দেয়।যাত্রা পথের গড় সময় ৭ ঘণ্টা
৪০ মিনিট।সপ্তাহে ছয় দিন চলে এবং শনিবার বন্ধ থাকে।নিচে এর আসন বিন্যাস ও ভাড়ার
টাকার তালিকা দিলাম।
আসন বিন্যাস | ভাড়ার পরিমান |
---|---|
শোভন চেয়ার | ভ্যাট বাদে ৫৮৫ টাকা |
এসি সিট | ভ্যাট সহ ১৩৪০ টাকা |
পদ্মা এক্সপ্রেস (৭৬০) সম্পর্কিত তথ্যাবলি
এই ট্রেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিকাল ৪ টার সময়।এবং ঢাকার
কমলাপুর স্টেশনে পৌঁছায় রাত ৯ টা ৪০ মিনিট এর দিকে।এর মোট যাত্রাকালীন সময় ৫
ঘন্টা ৪০ মিনিট।ট্রেন টির সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।এটি মোট ১১
টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে।এই ট্রেন টিতেও মোট তিন ধরনের আসন
রয়েছে।নিচে বয়স অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো।
আসন বিন্যাস | ভাড়া (প্রাপ্ত বয়স্ক) | ভাড়া (শিশুদের জন্য) |
---|---|---|
শোভন চেয়ার | ৩৪০ টাকা | ২২৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ | ৪৩৭ টাকা |
এসি সিট | ৭৮২ টাকা | ৫১৮ টাকা |
ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) সম্পর্কিত তথ্যাবলি
এই ট্রেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে রাত ১১ঃ২০ মিনিটের সময়।এবং ঢাকার
কমলাপুর স্টেশনে পৌঁছায় ভোর ৪ টা ৪৫ মিনিটে ।এই ট্রেনের মোট যাত্রাকালীন সময়
৫ ঘন্টা ২৫ মিনিট।সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।এটি মাত্র ৮ টি রেলওয়ে স্টেশনে
যাত্রা বিরতি দিয়ে থাকে।এটি তে মোট তিন ধরনের আসন রয়েছে। বয়স অনুযায়ী টিকিট
মূল্যর তালিকা নিম্নে দেওয়া হলো।
আসন বিন্যাস | ভাড়া (প্রাপ্ত বয়স্ক) | ভাড়া (শিশুদের জন্য) |
---|---|---|
শোভন চেয়ার | ৩৪০ টাকা | ২২৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ | ৪৩৭ টাকা |
এসি কেবিন | ১১৭৩ টাকা | ৭৭৭ টাকা |
ঢাকা টু রাজশাহী রুটের ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সমূহ
এই রেল যোগাযোগ পথটি অন্যতম ব্যাস্ত রেলপথ।প্রত্যেক দিন ৫ টির ও বেশি ট্রেন এই
রুট দিয়ে যাতায়াত করে থাকে।তবে ট্রেনের মেন্টেনেন্স এর জন্য সাপ্তাহিক ভাবে ছুটি
রাখা হয়। এর ফলে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি সম্পর্কিত কোন রকম সমস্যা থাকলে
জানা যায়।এর মাধ্যমে যেকোন অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সক্ষম হয়। নিচে সাপ্তাহিক
বন্ধের দিন গুলোর একটি তালিকা দেওয়া রয়েছে।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম সমূহ | সাপ্তাহিক বন্ধের দিন |
---|---|---|
০১ | মধুমতি এক্সপ্রেস (৭৫৫) | বৃহস্পতিবার |
০২ | পদ্মা এক্সপ্রেস (৭৬০) | মঙ্গলবার |
০৩ | ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | বৃহস্পতিবার |
০৪ | বনলতা এক্সপ্রেস (৭৯২) | শুক্রবার |
০৫ | সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | রবিবার |
কিভাবে ট্রেনের টিকিট কালেক্ট করবেন
যাত্রীরা যেকোনো নাম্বার থেকে ১৩১ নাম্বার ডায়াল করে কল দিয়ে যেকোন সময় রেল
সংক্রান্ত বিভিন্ন সেবা ,তথ্য এবং হেল্প পেতে পারেন।নিচের পদ্ধতি ব্যাবহার করে
Rail Sheba App থেকে টিকিট সংগ্রহ করুন।
- প্লে স্টোরে Rail Sheba লিখে search করুন।
- Sign Up অংশে ক্লিক করে আপনার নাম,ফোন নাম্বার,ই-মেইল এড্রেস এর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টেশন করুন।
- রেজিস্টেশন কম্পলিট হলে ইমেইল এ ভেরিফিকেশন লিংক পাঠানো হবে।
ঘরে বসে অনলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন
আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
- প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
- এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
- I am not robot অপশনটি ভেরিফাই করুন
- আপনি Create my own password এর মাধ্যমে আপনার password সেট করবেন
- এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
- POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
- এরপর আপনার ADDRESS টি পূরন করুন
- এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
- আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
- My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
- আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি
ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR
Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি
বিভিন্ন সময় ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা নেই।
আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও
গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম করতে
হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের
অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন করতে
পারেন।
শেষ কথা
আশা করছি উপরের কন্টেন্ট টি রাজশাহী থেকে ঢাকা রেল পথে যাতায়াতে আপনার জন্য ভালো
গাইড লাইন হিসেবে কাজে দিবে।ট্রেনের যাত্রা অনেক বেশি সাচ্ছন্দ্য দায়ক এবং সব
বয়সী মানুষের জন্য ভালো।আরামে ধীরে সুস্থ্যে যাওয়া যায়।তথ্য প্রযুক্তির যুগে
অনলাইনে খুব সহজেই আপনি টিকিট ম্যানেজ করতে পারবেন।আমার কন্টেন্ট টি ভালো লেগে
থাকলে বেশি বেশি শেয়ার করুন।এতক্ষন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url