সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

 সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনি কি সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিটমূল্য নিয়ে গুগুলে সার্চ করেছেন?তাহলে পাঠক আপনি সঠিক জায়গাতেই এসেছেন।আজকের কন্টেন্ট টিতে আমি বিস্তারিতভাবে সিলেট থেকে চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওনা হওয়া ট্রেনের যাত্রার সময়সূচী,টিকেট মূল্য এবং আনুসাঙ্গীক সকল বিষয় নিয়ে আলোচনা করবো।

সবুজ চা বগানের শহর থেকে চট্টগ্রামের পথে প্রত্যেকদিন ডেইলি প্যাসেঞ্জার,চাকরির উদ্দেশ্যে কিংবা ভ্রমন পিপাসু অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন।অন্যান্য পরিবহনের কালো ধোঁয়া, ঝাঁকুনির চেয়ে ট্রেন জারনি আপনার জন্য অনেক বেটার অপশন।

পেজ সূচিপত্রঃ

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের লিস্ট ২০২৫

সিলেট থেকে চট্টগ্রাম রেলপথে মোট তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে।এর মধ্যে একটি মেইল ট্রেন।নিচে ট্রেনগুলোর নাম উল্লেখ করা হলো-
  • পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)
  • উদয়ন এক্সপ্রেস (৭২৪)
  • জালালাবাদ এক্সপ্রেস (মেইল ট্রেন)
পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)ঃচট্টগ্রাম-সিলেট পথে প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চালু হয় ১৯৮৬ সালে।এই ট্রেনটির ভ্রমন দূরত্ব ২৩৪ মাইল।এখানে তিন ধরনের যথা-শোভোন চেয়ার,এসি চেয়ার ও এসি কেবিন রয়েছে।খাওয়া,ঘুম,বিনোদন ও মালপত্র রাখার সুব্যাবস্থা রয়েছে।২ টি গার্ড ব্রেক ও খাদ্য বগি,১ টি পাওয়ার কার রয়েছে।

উদয়ন এক্সপ্রেস (৭২৪)ঃএই আন্তঃনগর ট্রেন টি ১৯৮৮ খ্রিষ্টাব্দে প্রথম বারের মত যাত্রা শুরু করে।এখন এটি ইন্দোনেশিয়া থেকে আশা এমজি পিটি ইনকা কোচ এর মাধ্যমে পরিচালিত হয়।রাত ১০ টার সময় সিলেট স্টেশন ছাড়ে এবং ০৫.৩৫ মিনিটে এটি  চট্টগ্রাম এ পৌছায়।যাত্রা পথের গড় সময়৮ ঘণ্টা ৩০ মিনিট।সপ্তাহে ৬ দিন পরিষেবা দিয়ে থাকে।ভ্রমণ দূরত্ব ৩৭৭ কিলোমিটার।১৪ টি পিটি ইনকা কোচ নিয়ে এটি চলাচল করে।এসি বার্থ, শোভন চেয়ার,এসি কেবিন বিদ্যমান।এটি পাহাড়িকা এক্সপ্রেস এর সাথে রেক শেয়ার করে।

জালালাবাদ এক্সপ্রেসঃএটি একটি মেইল ট্রেন।এর যাত্রার গড় সময় ১৫ ঘন্টা।এর ট্র্যাক গেজ ১০০০মিলিমিটার।ট্রেন টিতে ঘুমানোর, অটোরেক ও খাদ্য সুবিধা নেই।পর্যবেক্ষণ ,মালপত্র ও বিনোদনের সুবিধা আছে।এই ট্রেনটি দৈনিক পরিষেবা করে থাকে।মেইল ট্রেন হওয়াই এর কোন সাপ্তাহিক ছুটির দিন নাই। 

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫

ট্রেন যাত্রায় সময়সূচী জানা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।সঠিক সময় টিকিট কাটা এবং টাইমলি ট্রেন ধরার ব্যাপারে এটা অনেক হেল্পফুল। 

ক্রমিক নাম্বার ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় পৌছানোর সময় সাপ্তাহিক ছুটির দিন
০১ পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) সকাল ১০.১৫ মিনিট ৭.৩৫ মিনিট শনিবার
০২ উদয়ন এক্সপ্রেস (৭২৪) রাত ১০.০০ টা ০৫.৩৫ মিনিট রবিবার
০৩ জালালাবাদ এক্সপ্রেস রাত ১০.৫০ মিনিট দুপুর ১২.১০মিনিট নেই

এই রুটের ট্রেনের ভাড়া ২০২৫

৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে। 

আসন বিন্যাস ও টিকিটের মূল্য

পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটিতে শোভন চেয়ার,এসি চেয়ার ,এসি কেবিন এই তিন ধরনের আসন রয়েছে।নিচে আসন বিন্যাস ও ভ্যাট সহ টিকিটের মূল্য তালিকা দিলাম।

আসন বিন্যাস পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) টিকিট মূল্য
স্নিগ্ধা ৭১৯ টাকা ভ্যাট সহ
S চেয়ার ৩৭৫ টাকা
এসি S ৮৫৭ টাকা ভ্যাট সহ


উদয়ন এক্সপ্রেস (৭২৪) ট্রেনটিতে শোভন চেয়ার,এসি চেয়ার এবং এসি বার্থ এর মতো তিন ধরনের আসন রয়েছে। নিচে আসন বিন্যাস ও ভ্যাট সহ টিকিটের মূল্য তালিকা দিলাম।

আসন বিন্যাস উদয়ন এক্সপ্রেস (৭২৪) টিকিট মূল্য
S চেয়ার ৩৭৫ টাকা
স্নিগ্ধা ৭১৯ টাকা ভ্যাট সহ
এসি বার্থ ১২৮৮ টাকা ভ্যাট সহ

সিলেট থেকে চট্টগ্রামের দূরত্ব রেলপথে

সিলেট টু চট্টগ্রাম রেলপথে যেতে আপনার  ৩৮১ কিলোমিটার পথ পারি দিতে হবে।যাত্রা বিরতি ,যান্ত্রিক ত্রুটি,রেলক্রসিং এ কোন রকম সমস্যা টাইম শিডিউলে চেঞ্জ আসতে পারে।

যাত্রা বিরতির স্থান সমূহ

পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি যাত্রা পথে প্রায় ১৫ টির মতো যায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে।নিচে স্টেশন গুলোর নাম ও সময় এর একটি তালিকা দিলাম-

বিরতির স্টেশন ছাড়ার সময়
Maijgaon 10.55am
Kulaura 11.27am
Shamshernogor 11.57am
Bhanuganj 12.09pm
Sreemongal 12.32pm
Shaistaganj 01.15pm
Nayapara 01.42pm
Harashpur 02.21pm
Akhaura 03.20 pm
Quashba 03.45 pm
Cumilla 04.45 pm
Laksam 05.05 pm
Nagolkot 05.24 pm
Feni 05.55 pm

উদয়ন এক্সপ্রেস (৭২৪) ট্রেনটি যাত্রা পথে প্রায় ১০ টির মতো স্থানে যাত্রা বিরতি দিয়ে থাকে।স্টেশন গুলোর নাম ও সময় এর একটি তালিকা দিলাম-

বিরতি স্টেশন সমূহ ছাড়ার সময়
Maijgaon 09.25pm
Baramchal 09.44pm
Kulaura 10.02pm
shamshernagar 10.27pm
Sreemongal 10.57pm
Sayestaganj 11.40pm
Akhaura 12.50am
Cumilla 02.15am
Laksam 02.45am
Feni 04.25am

জালালাবাদ এক্সপ্রেস একটি মেইল ট্রেন ।এটার যাত্রার গড় সময় ১৫ ঘন্টা।এখানে শুধুমাত্র মালপত্র,বিনোদন ও পর্যবেক্ষণ সুবিধা রয়েছে।

অনলাইন ও অফলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন

আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
  • প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
  • এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
  • I am not robot অপশনটি ভেরিফাই করুন
  • আপনি Create my own password এর মাধ্যমে আপনার  password সেট করবেন
  • এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
  • POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
  • এরপর আপনার ADDRESS টি পূরন করুন
  • এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
  • আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি  MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
  • My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
  • আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময়  ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা নেই।

আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন করতে পারেন।

সাপ্তাহিক ছুটির দিনসমূহ


ট্রেনের নাম সাপ্তাহিক ছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) শনিবার
উদয়ন এক্সপ্রেস (৭২৪) রবিবার
জালালাবাদ এক্সপ্রেস নেই

প্রয়োজনীয় কিছু সতর্কতা

যাত্রা পথে অবশ্যই টিকিট সহ আপনার নিজ আসন গ্রহন করবেন।অপরিচিত কোন ব্যক্তির নিকট থেকে কোন কিছু গ্রহন করবেন না।ট্রেন পুরপুরি থামার পর ট্রেন থেকে নামবেন।আপনার দামী ও মূল্যবান সামগ্রী দেখে শুনে রাখবেন।কোন রকম বিপদের আভাস পেলে চেইন টেনে ট্রেন থামাবেন।আপনার আসে পাশের যাত্রীদের অসুবিধা হয় এমন কাজ এড়িয়ে চলুন।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী-শেষকথা

আশা করছি উপরের আলোচনার মাধ্যমে আমি সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ,টিকিটের মূল্য ,ভ্যাট ও আনুসাঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে ধারনা দিতে পেরেছি।ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে উপরের গাইড লাইন কাজে দিবে।আপনাদের ট্রেন যাত্রা সুন্দর ও আরামদায়ক হোক।এতক্ষন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।কন্টেন্ট টি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন।ভবিষ্যতে আরো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে মুনিরাইনফোর সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url