রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী,টিকিট ও ভাড়া ২০২৫

 রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী,টিকিট ও ভাড়া ২০২৫

আপনি কি রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী জানতে গুগুলে সার্চ করেছেন?তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন ।আজকের কন্টেন্টটিতে আমি বিস্তারিতভাবে রাজশাহী থেকে খুলনা রুটে চলা সকল ট্রেন নিয়ে এবং এসকল ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া নিয়ে আলোচনা করবো।

অন্যান্য সকল যানবাহন এর তুলোনায় অধিকাংশ মানুষ ট্রেন জারনি কে বেশি সেফ এবং আরামদায়ক মনে করেন।তেলের কালো ধোঁয়া এবং ঝাঁকুনির চেয়ে ট্রেন জারনি অনেক বেশি রিল্যাক্সিং।

পেজ সূচিপত্রঃ

রাজশাহী টু খুলনা ট্রেনের লিস্ট ২০২৫

রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে মোট তিন টি আন্তঃনগর ট্রেন চলাচল করে প্রত্যেক দিন।নিম্নে এদের নামগুলো তুলে ধরা হলো-
  • সাগরদাঁড়ী এক্সপ্রেস (৭৬২)
  • কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬)
  • মহানন্দা এক্সপ্রেস (১৬)
সাগরদাঁড়ী এক্সপ্রেস (৭৬২)-বাংলাদেশ তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর ও বন্দর নগরী খুলনা থেকে রাজশাহী রুটের আন্তঃনগর ট্রেন এটি।এই ট্রেন টির ভ্রমন দূরত্ব ২৬৩ কিলোমিটার।ট্রেন টির যাত্রার গড় সময় ৬ ঘণ্টা ৪০ মিনিট। ১৬ টি স্টেশনে এটি যাত্রা বিরতি দিয়ে থাকে।প্রথম বারের মত পরিষেবা দেয় ২০০৭ সালে।লাইন ক্রসিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে দেরি হতে পারে।রাজশাহী থেকে ছাড়ে ৬ টা ৪০ মিনিটে আর খুলনায় প্রবেশ করে ১২ টা ৪৫ মিনিটে।

কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬)-বাংলাদেশের ব্রডগেজ লাইনের মধ্যে এই ট্রেন সবচেয়ে প্রথমে চলাচল শুরু করে।যাত্রা পথে ১৩ টি স্টেশনে থামে।এই ট্রেন টির ভ্রমণ দূরত্ব ১৬৩.৫মাইল।যাত্রার গড় সময় লাগতে পারে আনুমানিক ৫ ঘণ্টা ২৫ মিনিট।এই ট্রেন টির পরিষেবার হার দৈনিক।১১ টি (L.H.B) ভারতীয় যুক্ত ট্রেন রয়েছে।খাদ্য সুবিধা ও বিনোদন সুবিধার সাথে রয়েছে শোভন চেয়ার ও এসি চেয়ার।৮ টি শোভন চেয়ার ,সেই সাথে ২ টি পাওয়ার কার রয়েছে।

মহানন্দা এক্সপ্রেস (১৬)-ব্রডগেজে চলাচলকারী বাংলাদেশ রেলওয়ের এটি একটি মেইল ট্রেন।নকশিকাঁথা কমিউটার এর সাথে ট্রেন টি এখন রেক শেয়ার করে থাকে। এই ট্রেনের যাত্রার গড় সময় আনুমানিক ১০ ঘন্টা ১৫ মিনিট। এই ট্রেনে ঘুমানোর ও অটোরেক ব্যাবস্থা নেই।২০০২ সালে এই ট্রেন প্রথম পরিষেবা দেওয়া শুরু করে।আসন বিন্যাস এর মধ্যে শোভন চেয়ার অন্যতম।কম্পার্টমেন্ট সংখ্যা ৫ টি।

রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫


ক্রমিক নম্বর ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় পৌছানোর সময় সাপ্তাহিক ছুটির দিন
০১ সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) সকাল ৬.১০ মিনিট বেলা ১২.১০ মিনিট সোমবার
০২ কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) দুপুর ২.১৫ মিনিট রাত ৮.১৫ মিনিট মঙ্গলবার
০৩ মহানন্দা এক্সপ্রেস(১৬) সকাল ৮.১৫ মিনিট বিকাল ৪.৪০ মিনিট নেই

এই রুটের ট্রেনের ভাড়া ২০২৫

৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে। 

আসন বিন্যাস ও টিকিটের মূল্য


আসন বিন্যাস টিকিটের মূল্য
শোভন ২৬০ টাকা
শোভন চেয়ার ৩১০ টাকা
প্রথম সিট ৪১০ টাকা
স্নিগ্ধা ৫১৫ টাকা
এসি ৬১৫ টাকা

রাজশাহী থেকে খুলনার দূরত্ব রেলপথে



যাত্রা শুরু ও যাত্রা শেষের সময় যাত্রার গড় সময়
৮.৪৮ pm- ৪.১০am ৭ ঘন্টা ২১ মিনিট
৬.৪৮ pm-৪.১০am ৯ ঘন্টা ২১ মিনিট
৫.৪৮ am-১২.১০pm ৬ ঘন্টা ২১ মিনিট
৭.৪৩ am-৪.৪০ pm ৮ ঘন্টা ৫৬ মিনিট
১০.১৮ am-৬.২৫ pm ৮ ঘন্টা ৬ মিনিট
২.১৮ pm-৮.২৫ pm ৬ ঘন্টা ৬ মিনিট

যাত্রা বিরতির স্থান সমূহ

যেহেতু রাজশাহী থেকে খুলনা একটি দীর্ঘকালীন এবং সময়সাপেক্ষ যাত্রাপথ তাই যাত্রা পথে বেশ কয়েক জায়গায় ট্রেন টি যাত্রা বিরতি নিয়ে থাকে।রাজশাহী থেকে খুলনার দূরত্ব প্রায় ২৮২ কি.মি. মহানন্দা এক্সপ্রেস (১৬) ট্রেন টির মোট কম্পারট্মেন্ট রয়েছে ৫ টি।এটি যাত্রা পথে প্রায় সকল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে।এই স্টেশন গুলোর নাম নিচে দেওয়া হলো-
  • আব্দুলপুর স্টেশন
  • লোকমানপুর স্টেশন
  • আড়ানী স্টেশন
  • নন্দনগাছী স্টেশন
  • সরদহ স্টেশন
  • বেলপুকুর স্টেশন
  • হরিয়ান স্টেশন
  • রাজশাহী বিশ বিদ্যালয় স্টেশন
  • রাজশাহী রেলওয়ে স্টেশন
  • রাজশাহী কোট রেলওয়ে স্টেশন
  • সিতলাই স্টেশন
  • চব্বিশনগর স্টেশন
  • কাকনহাট স্টেশন
  • ললিতনগর স্টেশন
  • আমনুরা জংশন স্টেশন
  • নিজামপুর স্টেশন
  • নাচোল স্টেশন
  • গোলাবাড়ী রেলওয়ে স্টেশন
  • রহনপুর স্টেশন
বাংলাদেশের ব্রডগেজ লাইনে চলাচলকারী প্রথম ট্রেন হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন।এটি যাত্রা পথে বেশ কয়েক জায়গায় বিরতি নেয়।যাত্রা বিরতি রেল কতপক্ষ পরিবরতন করতে পারেন।  এই  ট্রেন টি তে একটি এসি চেয়ার,৮ টি শোভন চেয়ার এবং ২টি পাওয়ার কার আছে।   নিচে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন এর যাত্রা বিরতির স্থানগুলো দেওয়া হলো-
  • আজিমনগর
  • ঈশরদি জংশন
  • পাকশী
  • ভেড়ামারা
  • মিরপুর
  • পোড়াদহ জংশন
  • আলমডাঙ্গা
  • চুয়াডাঙ্গা
  • দরশনা হল্ট
  • কোট চাঁদপুর
  • মোবারকগঞ্জ
  • যশোর জংশন
  • নওয়াপাড়া
সাগরদাঁড়ী এক্সপ্রেস (৭৬২) আন্তঃনগর ট্রেনটি যাত্রা পথে ১৬ টি স্থানে যাত্রা বিরতি দিয়ে থাকে।নিচে রেলওয়ে স্টেশন গুলোর নাম দেওয়া হলো-
  • নওয়াপাড়া
  • যশোর জংশন
  • মোবারকগঞ্জ
  • কোট চাঁদপুর
  • দরশনা
  • চুয়াডাঙ্গা
  • আলমডাঙ্গা
  • পোড়াদহ জংশন
  • ভেড়ামারা
  • পাকশী
  • ঈশরদি জংশন
  • আজিমনগর
  • আব্দুলপুর

অনলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন

আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
  • প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
  • এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
  • I am not robot অপশনটি ভেরিফাই করুন
  • আপনি Create my own password এর মাধ্যমে আপনার  password সেট করবেন
  • এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
  • POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
  • এরপর আপনার ADDRESS টি পূরন করুন
  • এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
  • আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি  MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
  • My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
  • আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময়  ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা নেই।

আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন করতে পারেন।

সাপ্তাহিক ছুটির দিন সমূহ

উপরে বর্ণিত তিনটি ট্রেনের মধ্যে মহানন্দা(১৬) এক্সপ্রেস ট্রেন টি একটি মেইল ট্রেন এটির কোন সাপ্তাহিক ছুটি নেই।সাপ্তাহিক ছুটির দিন গুলোতে ট্রেনের বিভিন্ন যান্ত্রিক চেক আপ করা হয়ে থাকে।সাপ্তাহিক ছুটির দিন গুলোতে ট্রেনের টিকিট বুক করবেন না।
ট্রেনের নাম সাপ্তাহিক ছুটির দিন
সাগরদাঁড়ী এক্সপ্রেস (৭৬২) সোমবার
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬) মঙ্গলবার
মহানন্দা এক্সপ্রেস (১৬) নেই

শেষ কথা

আশা করি উপরের আলোচনার মাধ্যমে আমি রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী,ভাড়া ও টিকিট সম্পর্কে আপনাদের অবগত করতে পেরেছি। যাদের মোশান সিকনেস রয়েছে তাদের জন্য ট্রেন যাত্রা সবচেয়ে বেশি আরামদায়ক হবে ।এতোক্ষন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এমন আরো ইনফরমেটিফ তথ্য পেতে মুনিরাইনফো এর সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url