ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী
আপনি কি ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে গুগুলে সার্চ করেছেন?
হ্যাঁ পাঠক তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন ।আজকে আমি ঢাকা টু নরসিংদী ট্রেনের
সময়সূচী ও ভাড়া এবং আনুষঙ্গিক সকল বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা
করব প্রত্যেকদিন ব্যস্ত নগরী ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে অসংখ্য শ্রেণী পেশার
মানুষ ট্রেন জার্নি করে থাকেন।
অন্যান্য সকল যানবাহনের তুলনায় ট্রেন জার্নি অনেক বেশি সাশ্রয়ী এবং আরামদায়ক।
বিষাক্ত কালো ধোঁয়া ও ঝাঁকুনি এড়াতে অধিকাংশ মানুষই ট্রেন জার্নি বেছে নেন।
পেজ সূচিপত্রঃ
- ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী
- ঢাকা টু নরসিংদী ট্রেনের লিস্ট ২০২৫
- এই রুটে চলাচল করা ট্রেনের ভাড়া
- আসন বিন্যাস ও টিকিটের মূল্য
- ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব
- যাত্রা বিরতির স্থানসমূহ
- অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন
- সাপ্তাহিক বন্ধের দিন সমূহ
- প্রয়োজনীয় কিছু সতর্কতা
- ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী-শেষকথা
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে নরসিংদী রেলপথে অসংখ্য মানুষ প্রতিদিন যাত্রা করে থাকে।ট্রেন
যাত্রার ক্ষেত্রে সময়সূচী জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এরফলে সঠিক
সময়ে আপনি ট্রেন ধরতে পারবেন।টিকিট কাটার দিন নির্বাচন করার সুবিধা হবে।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | যাত্রা শুরুর সময় | গন্তব্যে পৌঁছানোর সময় | যাত্রা পথের গড় সময় |
---|---|---|---|---|
০১ | উপকূল এক্সপ্রেস ৭১২ | বেলা ৩ঃ১০ মিনিট | ৪ঃ১৮ মিনিট | ১ ঘন্টা ২৮ মিনিট |
০২ | মহানগর এক্সপ্রেস ৭২২ | রাত ৯ঃ২০ মিনিট | রাত ১০ঃ২৮মিনিট | ১ ঘন্টা ৪৮ মিনিট |
০৩ | এগারো সিন্ধুর প্রভাতী ৭৩৭ | সকাল ৭ঃ১৫ | ৮ঃ২২ মিনিট | ১ ঘন্টা ৩৭ মিনিট |
০৪ | উপবন এক্সপ্রেস ৭৩৯ | রাত ১০ঃ০০ | ১১ঃ০৯ মিনিট | ১ ঘন্টা |
০৫ | এগারো সিন্ধুর গোধূলি ৭৪৯ | সন্ধ্যা ৬ঃ৪৫ | রাত ৭ঃ৫৩ মিনিট | ২ থেকে ৩ ঘন্টা (আনুমানিক) |
০৬ | কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮১ | সকাল ১০ঃ৩০ | সকাল ১১ঃ৩৩ মিনিট | ২ ঘন্টা |
০৭ | চট্রলা এক্সপ্রেস ৮০২ | দুপুর ১ঃ৪৫মিনিট | দুপুর ২ঃ৫০ মিনিট | ২ ঘন্টা ৪৫ মিনিট (আনুমানিক) |
ঢাকা টু নরসিংদী ট্রেনের লিস্ট ২০২৫
ঢাকা টু নরসিংদী রেল রুটে কোন কোন ট্রেন প্রত্যেকদিন পরিষেবা দিয়ে থাকে চলুন
এবার জানা যাক। নিচে আমি নরসিংদীতে পৌছাবার ট্রেনসমূহের নাম উল্লেখ করলাম।
-উপকূল এক্সপ্রেস (৭১২)
-মহানগর এক্সপ্রেস (৭২২)
-এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭)
-উপবন এক্সপ্রেস (৭৩৯)
-এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)
-কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
-চট্টলা এক্সপ্রেস (৮০২)
এই রুটে চলাচল করা ট্রেনের ভাড়া
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের
হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪
বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে
বুক করতে হবে।
আসন বিন্যাস ও টিকিটের মূল্য
এগারো সিন্ধুর প্রভাতী ৭৩৭ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
F chair | ১০৪ টাকা |
S chair | ৭০ টাকা |
F-seat | ১০৪ টাকা |
Shovon | ৬০টাকা |
কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮১ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
S-chair | ৭০ টাকা |
Snigdha | ১৩৩ টাকা |
AC-b | ১৫৬ টাকা |
চট্টলা এক্সপ্রেস ৮০২ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
F-seat | ১০৪ টাকা |
Shovon | ৬০ টাকা |
S-chair | ৭০ টাকা |
উপকূল এক্সপ্রেস ৭১২ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
Snigdha | ১৩৩ টাকা |
S-Chair | ৭০ টাকা |
উপবন এক্সপ্রেস ৭৩৯ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
AC-b | ২৮৮ টাকা |
Snigdha | ১৩৩ টাকা |
S-chair | ৭০ টাকা |
মহানগর এক্সপ্রেস ৭২২ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
S-chair | ৭০ টাকা |
Snigdha | ১৩৩ টাকা |
AC-b | ২৩৬ টাকা |
এগারো সিন্ধুর গোধূলি ৭৪৯ আসন বিন্যাস ও ভাড়ার তালিকা নিম্নরূপঃ
আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
---|---|
Shovon | ১২৫ টাকা |
Shovon Chair | ১৫০ টাকা |
প্রথম সিট | ২০০ টাকা |
প্রথম বার্থ | ৩০০ টাকা |
স্নিগ্ধা | ২৮৮ টাকা |
এসি সিট | ৩৪৫ টাকা |
এসি বার্থ | ৫১৮ টাকা |
ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব
ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব ৪৫.১ কিলোমিটার ।বাসে এই পথ যেতে লাগে প্রায় ১ ঘন্টা ১৭ মিনিট এর মতো সময়।
যাত্রা বিরতির স্থানসমূহ
ঢাকা হতে নরসিংদি পথে যাত্রা করার সময় ট্রেনগুলো বিশেষ বিশেষ স্থানে যাত্রা বিরতি নিয়ে থাকে নিচে এই স্টেশনগুলোর নাম তুলে ধরা হলোঃ
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন
- পুবাইল রেলওয়ে স্টেশন
- নলছাটা রেলওয়ে স্টেশন
অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন
আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে
বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে
আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
- প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
- এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
- I am not robot অপশনটি ভেরিফাই করুন
- আপনি Create my own password এর মাধ্যমে আপনার password সেট করবেন
- এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
- POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
- এরপর আপনার ADDRESS টি পূরন করুন
- এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
- আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
- My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
- আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি
ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR
Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে
আপনি বিভিন্ন সময় ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা
নেই।
আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও
গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম
করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ
রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন
করতে পারেন।
সাপ্তাহিক বন্ধের দিন সমূহ
বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপ্রেস ট্রেনগুলো পরিষেবা দেয়ার ক্ষেত্রে সপ্তাহে নূন্যতম
একদিন হলেও সাপ্তাহিক ছুটি দিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনি ট্রেনে
চলাচল করতে পারবেন না। সপ্তাহে ছুটির দিন থেকে থাকলে ওই দিনে আপনি টিকিট বুক
করবেন না।এই ছুটির দিনগুলো রাখার কারণ বেশ কিছু হতে পারে।ট্রেনের যান্ত্রিক
ত্রুটি শনাক্তকরণ এবং আরো উন্নত সার্ভিস দেওয়ার জন্য সাপ্তাহিক ছুটি বা পরিষেবার
দিন একদিন বন্ধ রাখা উচিত।
ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধের দিন |
---|---|
উপকূল এক্সপ্রেস (৭১২) | মঙ্গলবার |
মহানগর এক্সপ্রেস (৭২২) | রবিবার |
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) | বুধবার |
উপবন এক্সপ্রেস (৭৩৯) | বুধবার |
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) | নেই |
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | সোমবার |
চট্টলা এক্সপ্রেস (৮০২) | শুক্রবার |
প্রয়োজনীয় কিছু সতর্কতা
রেল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই বেশ কিছু ব্যাপারে সজাগ দৃষ্টি
রাখবেন এতে করে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনি অনেক অংশেই সেফ থাকতে
পারবেন। আপনার প্রয়োজনীয় এবং দামী সামগ্রী যেমন ল্যাপটপ, স্মার্টফোন
,মানিব্যাগ আপনার নিজ দায়িত্বে রাখুন। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোন
কিছু গ্রহণ করবেন না বা কথা বলবেন না।
রেলপথে কোন রকম ঝামেলা হতে পারে এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই আপনি চেইন টানবেন।
কিন্তু বিনা প্রয়োজনে আপনি যদি চেইন টেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জরিমানা
হয়ে যাবে। ট্রেনে বৈধভাবে টিকিট কেটে নিজের সিটে বসবেন এবং অন্য যাত্রীদের
প্রতি সম্মান মূল্যবান আচরণ করবেন।
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী-শেষকথা
আশা করছি উপরের আলোচনার মাধ্যামে আমি আপনাদের কাছে ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী ,ভাড়া ও অন্যান্য বিষয় সম্পর্কে অবগত করতে পেরেছি। যাদের মোশন সিকনেস রয়েছে তাদের জন্য ট্রেন জার্নি বেস্ট ।প্রত্যেকদিন ঢাকা থেকে নরসিংদী রুটে যারা যারা ট্রেনে যাত্রা করে থাকেন তাদের জন্য উপরের কনটেন্টটি তথ্যবহুল বলার মনে করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরো এমন ইনফরমেটিভ তথ্য পেতে মুনিরাইনফো এর সাথে থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url