রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনি কি রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে ওগুলো সার্চ করেছেন? তাহলে পাঠক আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আজকের কনটেন্ট দিতে আমি রাজশাহী থেকে রাজবাড়ীর রেল পথে যাত্রার বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব।


রাজশাহী অন্যতম ব্যস্ত নগরী এবং শিক্ষা নগরী প্রত্যেকদিন বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ রাজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে রেলপথে যাত্রা করে থাকেন।যাদের যানবাহনের কালো ধোঁয়ায় এবং জার্কিং এর জন্য অসুস্থ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য রেল পরিবহনই বেস্ট।

পেজ সূচিপত্রঃ

রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের লিস্ট ২০২৫

রাজশাহী থেকে রাজবাড়ীতে প্রত্যেকদিনই অসংখ্য ডেইলি প্যাসেঞ্জার যাতায়াত করে থাকেন। তাদের ভিতরে অনেকেই ট্রেনের লিস্ট সম্পর্কে জানতে ওগুলো সার্চ করে থাকেন। মেক্সিমাম মানুষের কাছেই ট্রেন জার্নি বেশ সাশ্রয়ী এবং রিলাক্সিং। রাজশাহী টু রাজবাড়ী রেলপথে মধুমতি এক্সপ্রেস (৭৫৬) ট্রেনটি পরিষেবা দিয়ে থাকে।

মধুমতি এক্সপ্রেস (৭৫৬)-২০০৩ সালের সর্বপ্রথম এটি পরিষেবা দেওয়া শুরু করে। আমাদের উত্তরবঙ্গের শিক্ষা নগরী রাজশাহী থেকে ভাঙ্গা ও পদ্মা সেতু পথে এটি রাজধানী ঢাকা পর্যন্ত চলাচল করে। সপ্তাহে ছয় দিন এটি পরিষেবা দিয়ে থাকে ও এটির সর্বমোট যাত্রা বিরতির স্থান ২০ টি। ২০২০ সালে এটা রুট পরিবর্তন হয়ে ভাঙ্গা স্টেশন পর্যন্ত বর্ধিত হয়। এটা রাজশাহী ঢাকা রুটের পঞ্চম ট্রেন। এই ট্রেনটিতে স্নিগ্ধা তাপআনূকুল চেয়ার, প্রথম শ্রেণীর সিট ও শোভন চেয়ার বিদ্যমান। ঘুমানো, খাদ্য গ্রহণ  এবং মালপত্র রাখার সুব্যবস্থা রয়েছে। শুধুমাত্র বিনোদনের ব্যবস্থা নেয়।

ট্রেনটিতে গার্ড ব্রেক এবং খাবার গাড়ি কোচ দুইটি, পাওয়ার কার কোচ একটি ,নন এসি চেয়ার কোচ সাতটি ,এসি চেয়ার কোচ একটি এবং প্রথম সিট কোচ একটি। এর track গেজ ব্রডগেজ ধরনের। ট্রেনটির গাড়ি সম্ভার আমেরিকার ৬৬০০ সিরিজের লোকোমোটিভ বা ভারতের ৬৫০০ সিরিজের লোকোমোটিভ।

রাজশাহী থেকে রাজবাড়ী রেলপথে ট্রেনের সময়সূচী ২০২৫

রেলপথে যাত্রার ক্ষেত্রে সময়সূচি জানাটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা যাত্রীর জন্য। এতে করে ট্রেন মিস হওয়ার বা ভুল সময় ট্রেনের টিকিট কাটার সমস্যা অনেক অংশে কমিয়ে আনা যায়। তাছাড়া এক নজরে নিজের গন্তব্যস্থল সম্পর্কে অবগত হওয়া যায়. নিচে আমি রাজশাহী রাজবাড়ী ট্রেনের সময়সূচির একটি লিস্ট তুলে ধরলাম।

ট্রেনের নাম যাত্রা শুরুর সময় গন্তব্যে পৌঁছানোর সময় যাত্রার গড় সময়
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) 06:40 mint 10:45 mint 5 hour 25 mint

রুটে চলাচল করা ট্রেনের ভাড়া

৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বারথ এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে।

আসন বিন্যাস ও টিকিটের মূল্য

রাজশাহী টু রাজবাড়ী রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ৭৫২ আন্তঃনগর ট্রেনটির মধ্যে তিন ধরনের আসন বিন্যাস যথাক্রমে শোভন চেয়ার ,প্রথম সিট এবং স্নিগ্ধা এর টিকিটের মূল্য নিয়ে নির্মিত ছকে আমি তুলে ধরলাম। বিশেষ দ্রষ্টব্য টিকিটের মূল্য যে কোন সময় পরিবর্তিত হতে পারে এবং রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ সিদ্ধান্ত নিবেন।
আসন বিন্যাস টিকিটের মূল্য
Shovon Chair 245tk +15% vat
1st seat 374tk +15% vat
Snigdha 466tk +15% vat

রাজশাহী থেকে রাজবাড়ী রেলপথের দূরত্ব

রাজশাহী থেকে রাজবাড়ী সরাসরি যায় এমন কোন রেলপথ নেই। রাজবাড়ী পৌঁছাবার সবচেয়ে নিকটবর্তী স্টেশন হলো ঈশ্বরদী জংশন।এই জংশন স্টেশন থেকে ট্রেন পরিবর্তন করে রাজবাড়ীর উদ্দ্যেশ্যে ট্রেন ধরতে হবে।রাজশাহী টু ঈশ্বরদীর আনুমানিক ৮৬ কিলোমিটার রেলপথে দূরত্ব।ঈশ্বরদী থেকে রাজবাড়ীর দূরত্ব আনুমানিক ১২০ কিলোমিটার।আরাও জানতে আপনি VromonGuide বা রেলওয়ে ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন।

যাত্রা বিরতির স্থান সমূহ

মধুমতি এক্সপ্রেস (৭৫২) আন্তঃনগর ট্রেনটি এর যাত্রা পথে বেশ কয়েকটি জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে।যাত্রা বিরতি হলে ট্রেন অনেক জায়গায় থামে ,শেখান থেকে নতুন লোকজন উঠে।আবার যাদের মোশান সিকনেস আছে তাদের জন্য এটি ভালো ।অনেকটা ধীরে এবং রিল্যাক্স এ যাত্রা করা সম্ভব হয়ে থাকে।নিচে আমি যাত্রা বিরতির স্থানগুলো তুলে ধরলাম।
  • রাজশাহী রেলওয়ে স্টেশন
  • ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
  • পাকশী রেলওয়ে স্টেশন
  • ভেড়ামারা রেলওয়ে স্টেশন
  • মিরপুর রেলওয়ে স্টেশন
  • পোড়াদহ রেলওয়ে স্টেশন
  • কুষ্টিয়া রেলওয়ে স্টেশন
  • কুমারখালী রেলওয়ে স্টেশন
  • খোকসা রেলওয়ে স্টেশন
  • পাংশা রেলওয়ে স্টেশন
  • কালুখালী রেলওয়ে স্টেশন
  • রাজবাড়ী রেলওয়ে স্টেশন

অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকিট কালেক্ট করতে পারবেন

আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।

  • প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
  • এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
  • I am not robot অপশনটি ভেরিফাই করুন
  • আপনি Create my own password এর মাধ্যমে আপনার  password সেট করবেন
  • এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
  • POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
  • এরপর আপনার ADDRESS টি পূরন করুন
  • এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
  • আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি  MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
  • My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
  • আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময়  ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা নেই।

আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন করতে পারেন।

সাপ্তাহিক বন্ধের দিন সমূহ

বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপ্রেস ট্রেনগুলো পরিষেবা দেয়ার ক্ষেত্রে সপ্তাহে নূনতম একদিন হলেও সাপ্তাহিক ছুটি দিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনি ট্রেনে চলাচল করতে পারবেন না। সপ্তাহে ছুটির দিন থেকে থাকলে ওই দিনে আপনি টিকিট বুক করবেন না।

এই ছুটির দিনগুলো রাখার কারণ বেশ কিছু হতে পারে।ট্রেনের যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং আরো উন্নত সার্ভিস দেওয়ার জন্য সাপ্তাহিক ছুটি বা পরিষেবার দিন একদিন বন্ধ রাখা উচিত।মধুমতি এক্সপ্রেস (৭৫৬) এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বন্ধ থাকে।

প্রয়োজনীয় কিছু সতর্কতা

রেল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই বেশ কিছু ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন এতে করে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনি অনেক অংশেই সেফ থাকতে পারবেন। আপনার প্রয়োজনীয় এবং দামী সামগ্রী যেমন ল্যাপটপ, স্মার্টফোন ,মানিব্যাগ আপনার নিজ দায়িত্বে রাখুন। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোন কিছু গ্রহণ করবেন না বা কথা বলবেন না।

রেলপথে কোন রকম ঝামেলা হতে পারে এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই আপনি চেইন টানবেন। কিন্তু বিনা প্রয়োজনে আপনি যদি চেইন টেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জরিমানা হয়ে যাবে। ট্রেনে বৈধভাবে টিকিট কেটে নিজের সিটে বসবেন এবং অন্য যাত্রীদের প্রতি সম্মান মূল্যবান আচরণ করবেন।

রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী-শেষ কথা

আমি আশা করি উপরোক্তা আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে রাজশাহী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী,ভাড়া ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতে পেরেছি। টিকিটের সঠিক মূল্য জানতে অবশ্যই বিশ্বাসযোগ্য কোন রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিবেন।এছাড়া আপনি সরাসরি রেলওয়ে স্টেশনে যোগাযোগ করতে পারেন। কনটেন্টি ভালো লেগে থাকলেঅবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবং ভবিষ্যতে আরো এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে মুনিরাইনফো এর সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url