চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫

 চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫

আপনি কি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী জানতে গুগুলে সার্চ করেছেন? তাহলে পাঠক আপনি সঠিক জায়গাতেই এসেছেন।আজকের কনেন্টে আমি চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী ট্রেনের সময়সূচী ,ভাড়া ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবো।

অন্যান্য পরিবহনের চেয়ে বেশিরভাগ যাত্রী ট্রেনে জার্নি করতে বেশি পছন্দ করেন।যাদের কালো ধোঁয়া ও মোশান সিকনেস আছে এবং ঝাঁকুনি এড়াতে চান তাদের জন্য ট্রেন জার্নি বেস্ট।

পেজ সূচিপত্রঃ

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫

আপনারা যারা ট্রেনে জার্নি করেন তাদের জন্য সময়সূচী সঠিকভাবে জানাটা অত্যন্ত জরুরী।নিচে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী, বিভিন্ন আন্তঃনগর ট্রেন কখন গন্তব্যে পৌঁছায় তার একটি তালিকা প্রকাশ করা হলো। যারা ট্রেনে যাত্রা করে থাকেন তাদের জন্য সঠিক সময়সূচিটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। এতে করে সঠিক সময় ট্রেন ধরা এবং রিল্যাক্সিং জার্নি করাটা অনেকাংশে সহজ হয়ে ওঠে।
ক্রমিক নম্বর ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছায়
০১ বনলতা এক্সপ্রেস (শুক্রবার) ভোর ০৬.০০ টা ভোর০৬ঃ৫০
০২ রাজশাহী এক্সপ্রেস সকাল ৮:৩০ সকাল ১০ঃ৫
০৩ লোকাল-৫৬৬ সকাল ১০ঃ১০ বেলা ১১ঃ৪৫
০৪ ঢালারচর (মঙ্গলবার) বিকাল ৩ঃ৩০ বিকাল ৪ঃ৪৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের লিস্ট ২০২৫

প্রত্যেকদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী তে ট্রেনে করে যাত্রা করে থাকেন। আপনাদের সুবিধার্থে নিচে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের লিস্ট তুলে ধরলাম।
  • বনলতা এক্সপ্রেস 
  • রাজশাহী এক্সপ্রেস
  • লোকাল-৫৬৬
  • ঢালারচর

এই রুটে চলাচল করা ট্রেনের ভাড়া সমূহ

৫ থেকে ১২ বছরের শিশুদের টিকিট এর ভাড়া সাধারনত প্রাপ্ত বয়স্কদের ভাড়ার হাফ দামের হয়।যাদের বয়স ১২ বছরের বেশি তাদের পূর্ণাঙ্গ টিকিট কাটতে হবে।আপনি যদি ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বার্থ  এর প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে।

আসন বিন্যাস ও টিকিটের মূল্য

ট্রেনে জার্নি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আসন বিন্যাস এবং টিকিটের মূল্য আগে থেকেই জেনে নিতে হবে এতে করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনি বেঁচে যাবেন। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্যে যে সকল ট্রেন যাত্রা করে থাকে তাদের আসন বিন্যাস এবং টিকিটের মূল্য ভ্যাটসহ নিচে দেওয়া হল।
আসন বিন্যাস টিকিটের মূল্য
S-Chair 75 tk
Snigdha 138tk
AC-S 161tk

আসন বিন্যাস টিকিটের মূল্য
S-Chair 65tk
Shovon 55tk

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দূরত্ব 

রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জ এর দূরত্ব আনুমানিক প্রায় ৬২ কিলোমিটার ।আপনি যদি সড়ক পথে যাত্রা করতে চান তাহলে আপনার প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগে যেতে পারে ।আবার আপনি যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন ,তাহলে যাত্রা বিরতির ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে কম বেশি সময় লেগেই থাকবে। মোটামুটি দেড় ঘন্টা বা তার বেশি কিছু সময় লাগতে পারে।আপনি খুব সহজেই ৪৫ মিনিটের মধ্যে ট্রেনে পৌঁছে যেতে পারবেন।

যাত্রা বিরতির স্থান সমূহ

যাত্রা বিরতি হলে ট্রেন অনেক জায়গায় থামে ,সেখান থেকে নতুন লোকজন উঠে।আবার, যাদের মোশান সিকনেস আছে তাদের জন্য এটি ভালো ।অনেকটা ধীরে এবং রিল্যাক্স এ যাত্রা করা সম্ভব হয়ে থাকে।নিচে আমি যাত্রা বিরতির স্থানগুলো তুলে ধরলাম।
  • আড়ানী
  • আব্দুলপুর
  • বিমানঘাট
  • ভোলাহাট-গোমস্তাপুর
রাজশাহী এক্সপ্রেস নামক যে কমিউটার  ট্রেনটি আছে তা আরো বেশ কিছু স্থানে যাত্রা বিরতি দিয়ে থাকে।

অনলাইন এবং অফলাইনে কিভাবে টিকিট কালেক্ট করবেন

আজকাল ইন্টারনেট আর স্মারট ফোনের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।খুব কম মানুষই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটেন।নিচে আমি ধাপে ধাপে অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তা ব্যাখ্যা করলাম।
  • প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর এ যাবেন।সেখানে Rail Sheba App টি ইন্সটল করুন।
  • এখানে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার,জন্ম তারিখ লাগবে।
  • I am not robot অপশনটি ভেরিফাই করুন
  • আপনি Create my own password এর মাধ্যমে আপনার  password সেট করবেন
  • এরপর কনফারম করবেন এবং সচল ই মেইল আইডি দিবেন
  • POSTAL CODE দিবেন এটি আপনার NID কারডের পেছনে পেয়ে যাবেন
  • এরপর আপনার ADDRESS টি পূরন করুন
  • এরপর আপনার মোবাইলে একটি OTP CODE যাবে এটি enter verification code এ বসাবেন।
  • আপনার একাউন্ট সফলভাবে খুলে যাবে।এবার আপনি  MY Account এ ক্লিক করে আপনার একাউন্ট দেখতে পারবেন সহজেই।
  • My Ticket অপশন এ ক্লিক করে সহজেই আপনি পছন্দের ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
  • আপনি চাইলে অনলাইন এ টিকিট ক্যান্সেল করে দিতে পারেন।
আজকাল আপনি অনলাইনে ই-টিকিট কিনতে পারবেন।এটি ট্রেনসহ বিভিন্ন গণ পরিবহনে আপনি ব্যাবহার করতে পারবেন।আপনার ই-মেইল এ টিকিট পাঠানো হবে।এখানে যে বার কোড বা QR Code
দেওয়া থাকবে তা ভ্রমনের সময় স্ক্যান করে নেওয়া হবে।ই- টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময়  ডিস্কাউন্ট পেতে পারেন আর এটি প্রিন্ট এর কোন ঝামেলা নেই।

আপনি MakeMyTrip ব্যাবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন।এখানে আপনার উৎস ও গন্তব্য দেওয়া লাগবে এবং IRCTC লগইন আইডি ব্যাবহার করে ট্রেনের টিকিট কনফারম করতে হবে।এছাড়া রেল সেবা আপ এ আপনি রেজিস্টেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) এখানে রেজিস্টেশন করতে পারেন।

সাপ্তাহিক বন্ধের দিন সমূহ

বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপ্রেস ট্রেনগুলো পরিষেবা দেয়ার ক্ষেত্রে সপ্তাহে নূন্যতম একদিন হলেও সাপ্তাহিক ছুটি দিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনি ট্রেনে চলাচল করতে পারবেন না। সপ্তাহে ছুটির দিন থেকে থাকলে ওই দিনে আপনি টিকিট বুক করবেন না।এই ছুটির দিনগুলো রাখার কারণ বেশ কিছু হতে পারে।ট্রেনের যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং আরো উন্নত সার্ভিস দেওয়ার জন্য সাপ্তাহিক ছুটি বা পরিষেবার দিন একদিন বন্ধ রাখা উচিত।
টেনের নাম সাপ্তাহিক বন্ধের দিন
বনলতা এক্সপ্রেস (শুক্রবার)
রাজশাহী এক্সপ্রেস নেই
লোকাল-৫৬৬ নেই
ঢালারচর (মঙ্গলবার)

প্রয়োজনীয় কিছু সতর্কতা

রেল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই বেশ কিছু ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন এতে করে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনি অনেক অংশেই সেফ থাকতে পারবেন। আপনার প্রয়োজনীয় এবং দামী সামগ্রী যেমন ল্যাপটপ, স্মার্টফোন ,মানিব্যাগ আপনার নিজ দায়িত্বে রাখুন। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোন কিছু গ্রহণ করবেন না বা কথা বলবেন না।

রেলপথে কোন রকম ঝামেলা হতে পারে এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই আপনি চেইন টানবেন। কিন্তু বিনা প্রয়োজনে আপনি যদি চেইন টেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জরিমানা হয়ে যাবে। ট্রেনে বৈধভাবে টিকিট কেটে নিজের সিটে বসবেন এবং অন্য যাত্রীদের প্রতি সম্মান মূল্যবান আচরণ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫-শেষ কথা

আশা করি উপরোক্তা আলোচনার মাধ্যমে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে আপনাদেরকে অবগত করতে পেরেছি। প্রত্যেকদিনই বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে থাকেন। এর ভিতর অনেকেই ডেইলি প্যাসেঞ্জার অনেকেই স্টুডেন্ট তাদের জন্য আজকের কনটেন্টটি হেল্পফুল হবে বলে আমি মনে করি।ভবিষ্যতে আরো এমন ইনফরমেটিভ তথ্য পেতে মুনিরাইনফো এর সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url